Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб জামদানী পল্লী। রুপগঞ্জ, নারায়ণগঞ্জ। Traditional Jamdani। শত বছরের পুরোনো জামদানীর ইতিহাস। VLOG 35 в хорошем качестве

জামদানী পল্লী। রুপগঞ্জ, নারায়ণগঞ্জ। Traditional Jamdani। শত বছরের পুরোনো জামদানীর ইতিহাস। VLOG 35 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



জামদানী পল্লী। রুপগঞ্জ, নারায়ণগঞ্জ। Traditional Jamdani। শত বছরের পুরোনো জামদানীর ইতিহাস। VLOG 35

"ঐতিহ্যবাহী জামদানী পল্লী।। রুপগঞ্জ নারায়ণগঞ্জ" ।। ♣️ ট্রাভেল ভ্লগ ৩৫ এর এবারের ট্যুরে আমরা ঘুরে আসলাম নারায়ণগঞ্জের রুপগঞ্জের নোয়াপাড়া গ্রামের ঐতিহ্যবাহী "জামদানী পল্লী" থেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামে জামদানি পল্লী। তারাব পৌরসভার ভেতরেই বিসিকের এ জামদানি পল্লী। অসাধারন এক অভিজ্ঞতা হলো! কাছ থেকে দেখলাম ঐতিহ্যবাহী এই জামদানী শাড়ী তৈরীর কাজ। কয়েকশ তাঁতে নারী-পুরুষ মিলিয়ে প্রায় হাজারখানেক কারিগর রয়েছেন সেখানে। অনেক প্রাচীন সময় থেকেই এখানে জামদানী তৈরী হচ্ছে। জামদানি তৈরির জন্য রূপগঞ্জের খ্যাতি দীর্ঘদিনের। ইতিহাস থেকে জানা যায়, মসলিনের হাত ধরে এই বাংলায় আসে জামদানী। ♣️ এখানে এই ঐতিহ্যবাহী পোশাক শিল্পের শিল্পী তৈরি হয় পরিবার থেকেই। ছেলে বুড়ো থেকে শুরু করে বাড়ির মহিলারাও এই কাজে জড়িত। শাড়ী তৈরির -তাঁতে আংশিক বা পুরোপুরি যন্ত্রের ব্যবহার শুরু হলেও জামদানি তৈরির তাঁত এখনো পুরোপুরি তাঁতীর হাত ও পায়ের ব্যবহারে পরিচালিত হয় যন্ত্রের কোন সাহায্য ছাড়াই। পুরো গ্রাম জুড়েই চোখে পড়বে প্রত্যেক বাড়ির এই তাঁত শিল্পে জড়িয়ে থাকার গল্প। এখানে কেউ সরাসরি কাপড় উৎপাদন করেন, কেউ তাঁতী; কেউ সুতা বিক্রেতা; প্রতি পরিবারেই তাঁত রয়েছে। তাঁতিরা সবাই যে যার কাজে ব্যস্ত। জামদানী শাড়িতে কোন একজন তাতী নয় বরং অনেক ধাপে অনেকেই এর সাথে জড়িত থাকেন। জামদানীর সুতা প্রথমে ঘরে বা শীতলক্ষ্যা নদীর পনিতে ভিজানোর পর রং দেয়া হয়। এরপর সেটির বাড়ির সামনে সারিবদ্ধ ভাবে সাজিয়ে রোদে শুকানো হয়। এরপর আরো কিছু প্রক্রিয়া শেষে সেটি তাঁতে ব্যবহার করা হয়। জামদানী শাড়ি অত্যন্ত যত্ন করে এবং সময় নিয়ে তৈরী করা হয়। হাতে তৈরী এই জামদানী শাড়ি নামাতে সময় লাগে এক সপ্তাহ থেকে এক বছর পর্যন্ত, নির্ভর করে কাজের মান এবং ডিজাইনের উপর। ডেমরা ও বিসিক জামদানি পল্লীতে দুটি বিখ্যাত বাজার বসে। প্রতি শুক্রবার ভোর রাতে এ বাজার বসে। ভোর ৩টা সাড়ে ৩টার দিকে বিভিন্ন এলাকা থেকে তাঁত মালিকরা তাদের এক সপ্তাহে তৈরি শাড়ি নিয়ে হাটে আসেন। বিভিন্ন এলাকা থেকে পাইকাররা সেখানে গিয়ে জামদানি কিনে নিয়ে যান। জামদানি তাঁতীদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। কেবল রয়েছে বংশানুক্রমিক হাতে কলমে অর্জিত জ্ঞান। এ শাড়ি যে কেউ তৈরি করতে পারেন না। নোয়াপাড়ার মসলিন শিল্প ছিল জগৎ বিখ্যাত। এখন এখানকার জামদানির সুনাম বিশ্ব জোড়া। --------- ♣️ যেভাবে গেলামঃ রামপুরা ব্রীজ থেকে কিংবা রাজধানীর যেকোনো জায়গা থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে চলে আসা যাবে নারায়ণগঞ্জের তারাবো বিশ্বরোড। এরপর এখান থেকে রিকশা নিয়ে সরাসরি জামদানী পল্লী। --- --- --- --- --- ♣️ জামদানী দোকানের নম্বরঃ ** Tanjih Jamdani House: 01913-090949 ,,,, 01717-825131 ** m/s anowar jamdani factory - contact: 01781-113580 / 01711-139836 ♣️ Facebook Page:   / travellingwithhomeboxproduction   ♣️ Facebook Group:   / 1734209386822042   ♣️ Follow me:   / heartfreeze.rafiii  

Comments